যারা ধারনা করছেন এখানে দুই পক্ষের ফাইট লাগলে ভালো -- আমরা দেখতে পারবো জানতে পারবো -- তবে ভুল জায়গায় এসেছেন।
ফাইট অন্য জায়গায় করতে হবে।
আমি বললাম : "হানাফি মত এই"
কেউ কমেন্ট করলো : "তকলিদ করা কুফরি। এই যে দলিল।" বলে লম্বা ৪ পৃষ্ঠা একটা স্টেটাস পেষ্ট করে দিলো কমেন্টে।
তবে আমি তার সাথে তর্ক আরম্ভ করবো না। "আপনার কথা ভুল" এটাও বলবো না।
তবে কি করবো? চুপ থাকবো? এর পর উনি সিরিজ কমেন্ট করতে থাকবেন এর পর কিভাবে ইমাম আবু হানিফা ****। আমাদের উচিৎ কোরআন হাদিস ... মানে নিজের মত পথের প্রচার।
এর পরও চুপ? সমস্যা কি? কমেন্টই তো?
এর পর উনি ধারনা করবেন আমি উনার পক্ষে চলে এসেছি। যেহেতু আমি কোনো পাল্টা যুক্তি দেখাচ্ছি না। যারা স্টেটাস পড়বে তারাও কমেন্ট পড়ে মনে করবে আমি উনার পক্ষে। উনাকে উসকে দেয়ার জন্য মূল স্টেটাস পোষ্ট করেছি।
এর পর?
- Comments:
- https://www.facebook.com/habib.dhaka/posts/10157493510448176
- ব্যসিক্যলি "ব্লক" ছাড়া আরো কোনো সমাধান যদি কারো মাথায় থাকে তবে জানাতে পারেন। ব্লক আমি জানি। নতুন করে বলার দরকার নেই। :-)
- "মুছে দিন"
কাজ করবে না। উনি আবার কপি পেষ্ট করে একই কমেন্ট দিয়ে বলবেন "আগেরটা মুছে দিয়েছিলেন কেন?"
- ফ্রেন্ড লিষ্টে কেবল ব্যক্তি জীবনে পরিচিতদের রাখছি। বাকি সবাই ফলোয়ার। ফ্রেন্ড ১০০ এর কম।