Post# 1592556265

19-Jun-2020 2:44 pm


ইসলামের মূল হলো পাচটি। শাহাদাহ, নামাজ, রোজা, হজ্জ, জাকাত।

এখন হজ্জ বন্ধ। জাকাত খুব কম মানুষের জন্য এই সময়ে প্রযোজ্য। রোজা রমজানে। মুসলিম সবাই শাহাদাহর উপর আছে।

তাই কেবল নামাজ। এটাই মূল। এখন করনীয়। আর তেমন কিছু নেই।

| "কিন্তু শুধু এই পাচটা দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না।"

পারবে। একজন বলেছে আমি এই পাচটার ফরজ পরিমান থেকে বেশি আদায় করবো না। রাসুলুল্লাহ ﷺ বলেছেন যদি সে এটা করে তবে জান্নাতি।

https://sunnah.com/bukhari/2/39

| "শাহাদাহ বলতে আপনি কি বুঝেন?"

যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে।

عن أبي ذر رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم أنه قال: من قال لا إله إلا الله دخل الجنة. فقال أبو ذر: وإن زنا وإن سرق؟ قال: وإن زنا وإن سرق. وفي رواية عن علي: رغم أنف أبي ذر.

http://binothaimeen.net/content/8010

নামাজটা ঠিক রাখি ভাই। এর পর মানুষের সাথে ব্যবহারে নম্র হই। আল্লাহ জান্নাত দেবেন উনার রহমত দিয়ে ইনশাল্লাহ।

ইয়া রব সাল্লি ওয়া সাল্লিম দায়িমান আবাদান আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহি।

19-Jun-2020 2:44 pm

Published
19-Jun-2020