#হিফজ_টিপস
আর কোনো প্রসংগ নেই পোষ্ট করার তাই টিপস।
বক্তব্য : "আমার মনে হয় সারা জীবনে হিফজ শেষ হবে না।"
করতে থাকেন। কোনো একটা বর্ননা থেকে আলেমরা বলেছেন কেউ যদি হিফজ করার জন্য আরম্ভ করে শেষ করতে না পারে কিন্তু চলমান অবস্থায় মারা যায় তবে কবরে আল্লাহ তায়ালা ফিরিস্তা নিয়োগ করে দেবেন যে তাকে হিফজ শেষ করাবে। এর পর হাশরে সে হাফেজ হিসাবে উঠবে।
রেফারেন্স জানা নেই। আলেমগন বলতে পারবেন। বা আপনি খুজে দেখতে পারেন।
জাজাকাল্লাহ।