Post# 1592463105

18-Jun-2020 12:51 pm


"আমি না খেয়ে আছি সকাল থেকে, যাক আজকে আমি আর কিছু খাবো না, রোজাই রেখে ফেলি"

এই যে "যাক আমি রোজাই রেখে ফেলি" ঠিক করলাম, এটাকে বলে নিয়ত করা।

হানাফি মাজহাবে :

নফল রোজার ক্ষেত্রে, যেমন ৬ রোজা, এই নিয়ত করতে হবে সবচেয়ে দেরি হলে দুপুর ১২টার আগে। মানে জোহরের ওয়াক্ত হবার আগে।

ফরজ রোজার ক্ষেত্রে সুবহে সাদিকের আগে থেকে নিয়ত করতে হবে। যেমন রমজানের কাজা রোজা রাখার ক্ষেত্রে।

নয়তো হবে না।

    Comments:
  • প্রশ্ন : "আমি যদি সেহরি না খাই?"
    উত্তর : জানা নেই।
  • ^ উপরের যত প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর জানা নেই। জাজাকাল্লাহ।
  • ^ নেটে সার্চ করে জেনে নিতে হবে। আমার কোনো কথাই ক্লিয়ার হবে না।
  • নেটে সার্চ করে জানতে পারবেন।
  • উপরের কোনো প্রশ্নের উত্তর জানা নেই। নেটে সার্চ করে জেনে নিতে পারবেন যার যা প্রশ্ন।
  • //অনেক বড় অপবাদ দেয়া হল,হানাফি মাযহাবের বিরুদ্ধে!//

    তাই নাকি? Deep. Shawon Chowdhury

  • পারি নি। একটা বর্নও বুঝতে পারি নি। কিছ লোক কে? তাদের ভ্রান্ত মতবাদ কি? পুরো কওম কে? অপবাদটা কি? সবই অস্পষ্ট। বুঝতে পারছি আপনার থেকে "অনেক" কিছু জানার আছে।

18-Jun-2020 12:51 pm

Published
18-Jun-2020