ঢাকা ছাড়ছে সবাই। ফ্লাটগুলো খালি হয়ে যাচ্ছে।
quote :
১২টি ঘর করে ভাড়া দেন শিকদার আলী। প্রতিটি ঘরের ভাড়া ৩ হাজার টাকা করে। তিনি বলেন, আমার ১২টা ঘর কোনো সময় ফাঁকা থাকে না। মানুষ ভাড়া নিতে চায় আমি দিতে পারি না। এখন আমার ৪টা ঘর খালি। সামনের মাসে আরো একজন ছেড়ে দেয়ার কথা বলেছেন। ভাড়া দিচ্ছি ২ হাজার টাকায়। তারপরও কেউ ভাড়া নিচ্ছে না।
কথা হয় আব্দুল বাতেনের সঙ্গে। আমার ৬ তলা বাড়িতে ১১টি ফ্ল্যাট। যার ১০টি ভাড়া দেই। কিন্তু করোনাকালে ফাঁকা হয়েছে ৩টি। ভাড়া ১০ হাজার টাকা ছিল এখন ৮ হাজার টাকায় ভাড়া দিতে চাইলেও মিলছে না ভাড়াটিয়া।
http://mzamin.com/article.php?mzamin=231721