Post# 1592293865

16-Jun-2020 1:51 pm


#life_tip

"তাকে কথাটা বলেই বুঝলাম একটু কড়া বলে ফেলেছি, অতিরিক্ত বলে ফেলেছি, ব্যপারটাকে এখন সফট করতে"

ভুল :

আরো কথা বলে এটা ঠিক করার চেষ্টা করা।

"আপনার ভালোর জন্য বলেছি" "আমি এই সেন্সে বলেছি" "ভুল বুঝবেন না" "মানে যদি এইরকম হয় তবে জিনিসটা খারাপ হলো না? সেটাই বলছি"

ঠিক :

বুঝা মাত্র একদম চুপ করে যাওয়া, মাথা নিচু করে ফেলা। একদম চুপ। আমার চুপ করে যাওয়া দেখে সে বুঝবে আমি অনুতপ্ত।

এখন ঠিক করার জন্য যাই বলবো তাতে পরিস্থিতি ভালো হবে না। প্রতিটা শব্দে জিনিসটা আরো খারাপ হবে। কারন আমার কথাগুলোও হবে নিজেকে ডিফেন্ড করা কথা।

16-Jun-2020 1:51 pm

Published
16-Jun-2020