#the70s #nostalgia
রাতে কুপির আগুন আর দেখা যায় না।
কারেন্ট চলে গেলে হারিকেন জ্বালানো।
হারিকেন,
কাচ খোলা, সলতে উঠানো, ম্যচ দিয়ে সলতে আগুন দেয়া, কমিয়ে এডজাষ্ট, এর পর কাচ লাগানো।
কাচ খোলা লাগানো ছিলো কঠিন কাজ। আমার দশ বছরের বয়সের জন্য। মাথাটা বিশেষ টেকনিকে ধরে জোরে টেনে উপরে তুলতে হতো।
আগে লাইটার ছিলো না। মানুষ সিগারেট খেতো অহরহ। দোকানে পাটের লম্বা রশির এক মাথায় ধিকি ধিকি আগুন জ্বালিয়ে ঝুলিয়ে রাখতো। সিগারেট কিনে সেই মাথা থেকে আগুন ধরানো।
এখন ঢাকার দোকানে ম্যচ পর্যন্ত বিক্রি করে না। সবাই ট্রিগার দিয়ে গ্যসের চুলা জ্বালায়।
৮০ র দিকে ঢাকার রাস্তা ছিলো খালি। জ্যাম নেই। বিকেলে বাতাসও ছিলো পরিচ্ছন্ন। এখন বিকালের বাতাস হলো সবচেয়ে ঘোলাটে।
এই করোনার আগে ছিলো তাই। এখন আসরের নামাজ পড়তে যখন বের হই বাতাস এত পরিচ্ছন্ন যেন ৮০ তে ফিরে গিয়েছি।
- Comments:
- কিছু মাথায় আসছে না। কিছু একটা দিয়ে আরম্ভ করতে পারেন।
- ^ আপনি বুঝে ব্যলেন্স করতে পারবেন, ইনশাল্লাহ। আমি কিছু ইমপোজ করলে সেটা সবার জন্য প্রযোজ্য হবে না।