কবিরা গুনাহ :
১
হাদিসে দেখছিলাম কবিরা গুনাহর লিষ্ট। দুই নম্বরেই আছে "পিতামাতার অবাধ্যতা"। আল্লাহর সাথে শিরকের পরে।
২
শিরক, পিতামাতার অবাধ্যতা, হত্যা, মিথ্যা সাক্ষ্য। বেচে থাকি। প্রায়োরিটি আল্লাহর রাসুল ﷺ দিয়ে দিয়েছেন। এরপর ঘাটে ঘাটে খুজার কারন নেই।
৩
সবাই পারে না। অধিকাংশ অবাধ্য হয়। এটা জানি। কিন্তু এটা শেষ না। যতটুকু পারি করি। যখন সেন্সে আসি ইস্তেগফার করে ফিরে আসি।
খারাপ হলো অস্বিকার। না মানার জন্য যুক্তি খুজা।
৪
বহু খারাপ লোকদের দেখেছি পিতামাতার খিদমত করার কারনে উত্তম মৃত্যু দিয়েছেন।
ভালো লোকদের দেখেছি পিতামাতার অবাধ্যতায় দ্বিনের ব্যপারে অতিরিক্ত করার চেষ্টা করেছে। পরে জীবিত অবস্থায় পথভ্রষ্ট হয়েছে।