Post# 1591928320

12-Jun-2020 8:18 am


খুব চেষ্টা করেছি মিলাতে করোনাতে খারাপরা মারা যাচ্ছে। কিন্তু মিলাতে পারি নি। অধিকাংশই ভালো লোক, বুজুর্গ লোক, বা সৎ স্বভাবের। যদিও তাদের অনেকের চাকরি মন্দ জায়গায়।

যেমন প্রথম যে কয়জন মারা গেলেন দেশে একজন হলেন উকিল। মিথ্যা বলে টাকা খায়? উচিৎ শাস্তি? কিন্তু উনি ছিলেন সত্যি সৎ। বহু আলেমের পক্ষে টাকা ছাড়া লড়েছেন ১৩ সাল পরবর্তি ঘটনাগুলোতে।

এরকম ঘটনাই বেশি। উল্টো জালেমরা এখনো আছে, প্রায় সবাই।

আশ্চর্যজনক কিছু না। মহামারিতে মরলে সবাই শহিদ হয় না, শর্ত সাপেক্ষে হয়। কিন্তু হয়, এটাই ব্যপার। আর এই শহিদি মর্যাদা হয়তো আল্লাহ তায়ালা উত্তম লোকদের জন্য রেখেছেন যাদের জীবন নিষ্পাপ ছিলো না, যেমন আমাদের জীবনও না, কিন্তু এ মৃত্যু দিয়ে আল্লাহ তায়ালা তাদের ক্ষমা আর সম্মানিত করছেন।

ঐ হাদিসটার কথা স্মরন করি যখন আয়শা রাঃ রাসুলুল্লাহ ﷺ কে জিজ্ঞাসা করেছিলেন প্লেগ নিয়ে আর উনি ﷺ কি জবাব দিয়েছিলেন।

শেষে মৃত্যু আসবে। তাদের এখন, আমাদের কারো ১০ বছর পরে।

মৃত্যুটা যেন শহিদি হয়।

    Comments:
  • ^ দেখেছি। এই ব্যখ্যা নতুন, নাকি আদি যুগ থেকেই ঐক্যমতের কথা সেটা হলো প্রশ্ন।

12-Jun-2020 8:18 am

Published
12-Jun-2020