ভাইরে, চার লাইনের স্টেটাসে বেশি কিছু না খুজি। একটা কারন আছে কেন চার লাইনে স্টেটাস দেই। তাই আপনার কথা, আপনার এক্সেপশন, আপনার ব্যখ্যা, আপনার অনুভুতি, আপনার চিন্তা, আপনার আশা, আপনার পরিপূর্ননতা, আপনার যে জরুরি কথাটা বলা হয় নি, আপনার জিজ্ঞাসা কিছুই চার লাইনের স্টেটাসে আসবে না -- এটা আপনার বুঝা উচিৎ।
সব জানতে চান? চার লাইনের স্টেটাস পড়বেন না প্লিজ। চার লাইনে কেবল চার লাইনই জানবেন।
আমি আলেম না। বিস্তারিত জানতে চাইলে বই পড়েন বা আলেমদের কাছে যেতে হবে।
"চার লাইনের বেশি দেন না কেন?"
কারন এগুলো যারা আগে থেকে জানে তাদের জন্য ছোট রিমাইন্ডার। যারা জানে না তাদেরকে কিছু জানানোর জন্য না। চার লাইনে তারা কি জানবে?
জাজাকাল্লাহ।
- Comments:
- * আপনার দলিল, আপনার রেফারেন্স, আপনার প্রমান, আপনার যুক্তি -- এরকম আরো অনেক কিছু।
- ^ হতে পারে আমার গন ব্লক লিষ্ট দেখে জুকারবার্গ মামা মনে করছে এটা একটা আজব পাবলিক। থাক কাউকে উনার ফ্রেন্ড করার দরকার নেই। ডিসেবেল করে রাখি। জাষ্ট একটা হাইপোথিসিস।