Post# 1591884390

11-Jun-2020 8:06 pm


গান বাজনা নিয়ে চারদিকে আর্টিক্যল-ফতোয়া :

যদি মাথায় রাখেন এই কথা যে,
সালাফি : গান ও বাজনা দুটোই হারাম। বাজনা ছাড়া গান হলেও হারাম।
হানাফি : বাজনা হারাম। বাজনা ছাড়া কেবল গান হারাম না।

তবে দেখবেন দুই পক্ষের কথাই বুঝতে পারছেন। কে কি বলতে চাচ্ছে।

    Comments:
  • ^ দফের প্রসংগে ভিন্ন মত আসে শাফি মাজহাবে। হানাফি-সালাফিতে বাজনা বলতে দফ সহ বুঝায় দুই পক্ষই।
  • ইখতেলাফ হানাফিতেও আছে। যেমন মাইজভান্ডারিতে বাদ্য জায়েজ। একটা আমাকে চয়েস করতে হয়। এবং "ডমিনেন্ট" মতটা। সবাই এগ্রি না করলেও। সব এক্সেপশন আলোচনা করা উদ্যেশ্য না যেহেতু।

11-Jun-2020 8:06 pm

Published
11-Jun-2020