ঢাকা শহরে ফ্লাট খালি হয়ে যাচ্ছে। শহর ছাড়ছে মানুষ। ভাড়াটিয়া নেই।
https://www.jagonews24.com/national/news/589091
বিদেশেও শহর ছাড়ছে। তাদের সামনের কয়েক বছরের মাঝে শহরে ফেরার কারন নেই। টিকা আবিষ্কার পর্যন্ত। কিন্তু টিকা আবিষ্কার হয়ে সবাইকে দিতে হয়তো আরো ১০ বছর।
https://www.businessinsider.com/is-it-safe-to-return-to-city-you-fled-experts-2020-6
এখন গ্রামে থাকা কি শহরের থেকে ভালো? কে জানে। স্কুল কলেজ ভার্সিটি চাকরি ব্যবসা সব বন্ধ যেহেতু। এর জন্যই শহরে থাকা। গ্রামে ইন্টারনেট-কারেন্ট থাকলে শহরের মতই। পরিস্থিতি আরো খারাপ হলে কি হবে জানা নেই।