হাটহাজারি মাদ্রাসায় গন্ডোগোল আগের থেকে বেড়েছে।
বুঝি যে রাজনিতির কেন্দ্রে ছিলো
আগে : ঢাকার লালবাগ মাদ্রাসা।
এখন : হাটহাজারি মাদ্রাসা।
কওমিদের মুখপাত্র ছিলেন
আগে : বাইতুল মুকাররমের খতিব।
এখন : আশুলিয়ার খতিব।
বুঝি যে চেয়ারগুলোর দাম নেই। ব্যক্তি জনপ্রীয় হয়, সে যে চেয়ারেই বসে থাকুক। আমরা মনে করি সে চলে গেলে নতুন যে ঐ চেয়ারে বসবে সে একই রকম প্রভাবশালি হবে? হয় না।