ফরজ নামাজের পরে দোয়া :
এই ব্যপারে ৮০ সালের দিকে ফতোয়া ছিলো : যদি কেউ একে নামাজের অংশ মনে করে তবে বিদায়াত। মনে না করলে সমস্যা নেই।
আমি দেখতাম কোনো এলাকায় বা মসজিদে কেউ দোয়া না করলে তাকে অন্যরা গালি দেয় কিনা। যদি দেয় তবে তারা একে নামাজের অংশ মনে করছে।
যদি গালি না দেয় তো সমস্যা নেই।