#জীবনের_প্রান্তে
জীবনের কোন কাজগুলো বড় গুনাহের ছিলো?
হাশরে মাঠে রায় পেলে জানা যাবে।
তার আগেই : হাশরের মাঠে জীবিত হয়েই সে বুঝতে পারবে এগুলো ছিলো আমার ভুল।
আরো আগে : মৃত্যুর সময় সবাই বুঝে যায়।
তারো আগে : জীবনের শেষে বছরগুলোতে সে বুঝে, "আমার এই কাজগুলো ছিলো মন্দ।"
কিন্তু পেছনে গিয়ে আর ভুলগুলো "সঠিক" করার উপায় নেই।
জীবন একবারই।
পরিক্ষা একবারই।