Post# 1591544282

7-Jun-2020 9:38 pm


#হিফজ_টিপস

কোনো আয়াতের সাথে যেন আমার শত্রুতা না হয়। এর লক্ষন হলো ঐ জায়গায় পড়তে গেলে আমার ইতস্ততঃ লাগে, এড়াতে চাই।

এরকম হয় যদি :

১। তর্কে একবার কোনো আয়াত ব্যবহার করেছি। পড়তে গেলে ঐ জায়গায় সব সময় আতংকে থাকি, আমার দলিল ঠিক ছিলো কিনা? যদি কোরআন আমার নামে অভিযোগ করে?

২। কোনো স্পষ্ট হুকুমের আয়াত, যেখানে হুকুমকে আমি ভঙ্গ করছি।

পড়তে পড়তে কোরআনের আয়াতগুলো আমার অন্তরে রিফ্লেক্ট করবে। কিন্তু তর্কে এগুলো না আনি। নিজের অন্তরে রাখি। নিজে পথ খুজি। জানি এই আয়াত এখন কোট করলে সে হেরে যায়। কিন্তু নিজে পরাজিত হই। চুপ থাকি।

ইনশাল্লাহ আল্লাহ তায়ালা আমাকে পথ দেখাবেন।

আর হুকুম ভঙ্গের ক্ষেত্রে, তৌবা করতে থাকি, কাফফারা দেই, মাফ চাই যতক্ষন না এই অনুভুতিটা অন্তর থেকে চলে যায়।

আল্লাহ তায়ালা যেন আমাদের ক্ষমা করেন।

7-Jun-2020 9:38 pm

Published
7-Jun-2020