Post# 1591511127

7-Jun-2020 12:25 pm


দেশে কেবল ঝিনাইদহ গ্রিন জোন। কোনো করোনা নেই। বাকি ৬৩টা জেলার মাঝে ৫০ টা জেলাই লকডাউনে। লকডাউনে যাচ্ছে না ঢাকা চট্টগ্রামের মতো বড় জেলা কারন এগুলো লকডাউন করলে সমস্যা।

ঢাকার কোনো এলাকা রেড জোন লকডাউন করা হয় নি এখনো। যদিও ঢোল পিটানো হচ্ছে অনেক।

কি বুঝলাম? স্কুল এই বছর আর খুলবে না। সামনের জানুয়ারিতে।

"কাজে ফিরা" এটা কেবল ঘোষনাতেই থাকবে। "হলো বলে" "হলো" "হতে যাচ্ছে" "আপনি ভুল, এই যে সব খুলে দিচ্ছে"।

আসলে হবে না।

আমরা এখনো প্রথম ওয়েভ পার করছি। এর পর শীতে দ্বিতীয় ওয়েভ আসলে কি অবস্থা হবে? ১৯২০ সালে দ্বিতীয় ওয়েভ ছিলো প্রথমটার ১০ গুন বড়।

https://rtnbd.net/letest-news/46876

    Comments:
  • ^ সপ্তাহে একদিন কেন? এর থেকে বেশি হলে আপনার সমস্যা কি?

7-Jun-2020 12:25 pm

Published
7-Jun-2020