Post# 1591423392

6-Jun-2020 12:03 pm


কমন কথা : "আমি আপনাকে ফলো করি <এই> বিষয়ে জানার জন্য, তাই <ভিন্ন এক> বিষয়ে পোষ্ট দেবেন না, কারন ভিন্ন ঐ বিষয়ে আমি আপনার সাথে প্রচন্ড দ্বিমত পোষন করি। এবং সেটা আমার কাছে কুফর বা হারাম।"

সমাধান হলো, তবে যেটা আপনি পড়তে চান সেটা কেবল পড়ুন, এবং ভিন্ন বিষয়গুলো স্কিপ করে যান।

সব বিষয়ে ১০০% আমার সাথে একমত হবার দরকার নেই।

আর কুফর-হারামের ব্যপারে আমি দেওবন্দি ফতোয়া অনুসরনের চেষ্টা করি। অনেক কিছুই তাদের কাছে কুফর বা হারাম না। আবার তাদের অনেক কিছুই অন্যদের কাছে কুফর বা হারাম।

সহজ কোনো সমাধান নেই।

কোন পোষ্ট কার পড়া উচিৎ না, এটা আমি পোষ্টের উপরে বলে দেয়ার চেষ্টা করি। এই ব্যপারে আরো ভালো কোনো বুদ্ধি থাকলে বলতে পারেন।

জাজাকাল্লাহ।

    Comments:
  • ওয়ালাইকুমুস সালাম।
  • জানা নেই।
  • https://www.facebook.com/habib.dhaka/posts/10154372987068176
  • ওয়ালাইকুমুস সলাাম।

6-Jun-2020 12:03 pm

Published
6-Jun-2020