"একজন দেওবন্দি আলেমই এই কথা বলেছেন ..."
মনে রাখি :
- গত ১০ বছরে বহু মাসলাক, মাজহাব, মানহাজে বিশ্বাসি ছাত্র দেওবন্দি মাদ্রাসায় পড়ছে। সার্টিফিকেট নিয়েছে।
- চরম আথারি আকিদায় বিশ্বাসি, এবং আশারিদের বলে কাফের -- ফেসবুকে উনার প্রোফাইলে তাকালে দেখা যায় উনিও দেওবন্দি কোনো মাদ্রাসা ফারেগ।
- সকল আলেমদের আমরা "মুফতি" ডেকে অভ্যস্ত। সবাই মুফতি না। দাউরা পাস করলেও একজন মুফতি না। উনার কথা দেওবন্দি আলেমদের ফতোয়ার বিপরিত হতে পারে।
- জনপ্রীয় দেওবন্দি। উনি মিলাদ-কিয়াম-জিহাদ নিয়ে এমন কিছু বললেন যেটা আমার জানা দেওবন্দি শিক্ষার সাথে মিলে না। পরে জানলাম উনি আলেম না বরং দা'য়ি। স্কুলে পড়েছেন। মুফতি তো নয়ই। কিন্তু উনার কথাকে আমি মনে করছিলাম দেওবন্দি আলেমদের শিক্ষা।
- ফিতনার যুগ। পিউর দেওবন্দি হওয়ার দরকার নেই। কিন্তু দেওবন্দের নামে পানি ঘোলা করারও দরকার নেই।
সাধু সাবধান।