আগে : জানাজার আগে মৃতের আত্মিয় ১০ মিনিট ধরে লেকচার দিতেন মৃত কত ভালো লোক ছিলেন এর উপর।
এখন : গত দুই দিনে দুই জানাজা পড়লাম। কোনো লেকচার নেই।
আগে : মাইকে ঘোষনা হতো "অমুত তমুক ভিআইপির নানি মারা গিয়েছেন"
এখন : চারদিকে মারা যাচ্ছে কিন্তু কোনো ঘোষনা নেই।
সবাই এখন চুপচাপ মারা যেতে চায়। পরিচয় না দিয়ে। এটাই সুন্নাহ। "কারো মৃত্যুর খবর প্রচার করো না, বরং জন্মের খবর প্রচার করো।"
কভিডে আরেকটা সুন্নাহ কায়েম।