Post# 1591080937

2-Jun-2020 12:55 pm


চারদিকে এত আলেমের মৃত্যু সংবাদ যে কোনটা রেখে কোনটা শেয়ার করবো বুঝতে পারছি না। দুই ঘন্টা আগে যার কথা পড়লাম এটাও কি উনি? নাকি এটা অন্য কেউ? সেটাও কনফিউজড।

একজনের স্টেটাস : "একদিনে ১০-১২ জন আলেমের মৃত্যু সংবাদ আমার ফেসবুকের ফিডে।"

ডানে বামে এমন কোনো বাসা নেই যেখানে রোগি নেই। আমার কখন ডাক আসে তৈরি থাকতে হবে।

মৃত্যু এখন হচ্ছে হটাৎ। হেটে রাস্তা দিয়ে যাচ্ছে স্ট্রোক করে সেখানে পড়ে মৃত্যু। এক ইমামের এরকম মৃত্যু হয়েছে। ঢাকায়ও এরকম মৃত্যুর খবর পেপারে গতকাল। সে যাচ্ছিলো প্রেশার মাপতে, খারাপ লাগছে, পড়ে মৃত্যু।

আর, কেউ কারো না। বউ আটকে রাখছে রুমে স্বামিকে কভিডের জন্য। মারা যাচ্ছে পানি না পেয়ে। যারা কবর দিতো? তাদের একজন দু'মাসে ৭০টা কবর দেবার পরে গতকাল বাসায় এসে জিকির করতে করতে রাতেই নিজের মৃত্যু।

    Comments:
  • here it is...

    - last page...


2-Jun-2020 12:55 pm

Published
2-Jun-2020