আমল :
ইলম শিখি আমল করার জন্য। তর্কের জন্য না। তর্কের জন্য শেখা যেমন বিপক্ষের বই আমি পড়ি এর ভুলগুলো বের করে মানুষকে জানানোর জন্য। অথবা কোরআন হাদিস ও দ্বিনী বইয়ের রেফারেন্স কালেক্ট করে রাখি বিভিন্ন বিষয়ের উপর ফেসবুকে দলিল হিসাবে দেবার জন্য।
আমলের জন্য শেখা হলো যেটা আমি ঠিক মনে করি এবং যেটা গ্রহন করতে চাই কেবল সেটা শিখা।