Post# 1591025326

1-Jun-2020 9:28 pm


#হিফজ_টিপস

রিভিউ :

মনে করি আমি পেছন থেকে মানে ৩০ পারা থেকে মুখস্ত করে করে সামনে আসছি। এখন যে ৪ পৃষ্ঠা মুখস্ত করছি সেটা বাদ। ঠিক এর আগের ৪ পৃষ্ঠা যেটা এর আগে মুখস্ত হয়ে শেষ হয়েছে সেখান থেকে আরম্ভ করে মোট ১৬ পৃষ্ঠা রাতে নামাজে পড়বো।

এটা রিভিউ। কোনো জায়গায় যদি নামাজে আটকে যাই, তবে সালামের পরে দেখবো না। বরং দিনের বেলা দেখে নেবো। চলতি ৪ পৃষ্ঠা মুখস্ত হয়ে গেলে সবচেয়ে আগের ৪ পৃষ্ঠা বাদ দেবো, এবং এই নতুন ৪ পৃষ্ঠা থেকে ১৬ পৃষ্ঠা পড়া ধরবো।

এভাবে। তাতে সর্বশেষ মুখস্তগুলো অনেক রিভিউ হয়। ঠোঠস্ত হয়ে যায়। চিন্তা করতে হয় না। যদিও যেদিন প্রথম নামাজে পড়া আরম্ভ করেছিলাম তখন চিন্তা করে পড়তে হতো।

আর সম্পূর্ন রিভিউ? এটা নিয়মিত করা হয় না। হয়তো বছরে একবার। তখন ১৬ পৃষ্ঠা করে করে দিনে রিভিউ করতে হয়। রাতে সেটাই আবার নামাজে পড়া। এভাবে আগের সব।

জাজাকাল্লাহ।

    Comments:
  • যেটা মুখস্ত হয়ে গিয়েছে সেটা নিয়মিত নামাজে [মানে তাহাজ্জুদে] পড়লে এই সমস্যাটা থাকবে না ইনশাল্লাহ।

    মনে রাখাটা মুখস্তের সময় গাথে না। তাহাজ্জুদে পড়ার সময় গাথে।

  • যদি দেখেন তাহাজ্জুদে পড়তে পারছেন না। তবে সেই অংশটাই রিভিউ দিতে থাকবেন যতক্ষন না পারছেন। তাহাজ্জুদে পড়তে পারলে হয়ে গিয়েছে।
  • ^ "তাজবিদ পাল্টে গেলে অর্থ বদলিয়ে গেলে তোমাদের গুনাহ হবে" -- এরকম কোনো হাদিস আমি পাই নি। মাসলায় আছে যদিও।

    হাদিসে পেয়েছি "যেভাবে পারো পড়তে থাকো, মাখরাজ নিয়ে অত চিন্তা করো না"।

    হাদিসগুলো খুজলে পাবেন।

1-Jun-2020 9:28 pm

Published
1-Jun-2020