Post# 1590922095

31-May-2020 4:48 pm


| "মসজিদ বন্ধও ঠিক ছিলো খুলাও ঠিক ছিলো। ঐ সময়ে বন্ধ করা হয়েছিলো যেন না ছড়ায়। এখন খুলে দেয়া হয়েছে কারন সব খুলা, সব সময় তো আর মসজিদ বন্ধ করে রাখা আর যাবে না, ছড়িয়েই গিয়েছে তাই"

এর জন্য ফতোয়া দেয়ার জন্য বিচক্ষনতা লাগে। ভবিষ্যত দৃষ্টি। ভালো মন্দের বুঝ। কেবল কোরআন হাদিসের রেফারেন্স না। রেফারেন্স দিয়ে আপনি পক্ষে বিপক্ষে যেটা চান সেটাই প্রমান করতে পারবেন। রেফারেন্সের অভাব নেই। ছাত্র অবস্থাতেই মিশনারিদের বইয়ে পড়ছিলাম কি ভাবে তারা কোরআন থেকে রেফারেন্স দিয়ে বাংলা বই ছাপিয়ে বিতরন করছে যে : কোরআনেই বলা হয়েছে ঈসা আঃ এর অনুসরন করতে, বলা আছে মুসলিমরা যেন পাদ্রিদের জিজ্ঞাসা করে তাদের কথা মতো চলে।

| "কিন্তু বিচক্ষনতা হলো ইলমুল কালাম, ফালাসিফা, যুক্তি বিদ্যা -- আমরা কোনো যুক্তি বিদ্যা অনুসরন করিনা। বরং সরাসরি কোরআন হাদিসের হুকুম অনুসরন করি। শুনলাম আর মানলাম সাহাবা কিরামদের মতো।"

তথাস্তু। এবং এই সব দাবিদারদের আমি সবচেয়ে বেশি যুক্তি বিদ্যা অনুসরন করতে দেখেছি। এবং এই পুরো সময়ে "আমরা যুক্তি বিদ্যা অনুসরন করি না" বলতে বলতে।

31-May-2020 4:48 pm

Published
31-May-2020