#হিফজ_টিপস
প্রতিদিনের টার্গেট "এক আয়াত মুখস্ত করবো" বা "সপ্তাহে এত পৃষ্ঠা" এরকম হবে না। হবে প্রতিদিন ২০ মিনিট, ৪০, ৬০ বা ৮০ মিনিট করে মুখস্ত করবো। এরকম। সময়টা।
নিজের উপর যেন চাপ না থাকে। যে "এতটুকু আমাকে আজকে মুখস্ত করতেই হবে"। চাপ রাখলে দেখবো ঠিক মতো মুখস্ত করার আগেই জাম্প দিয়ে পরেরটায় চলে যাচ্ছি দিনের বা সপ্তাহের কোটা পূর্ন করতে। শেষে দেখা যায় অনেক কিছু পেছনে ফেলে এসেছি, কিন্তু আসলে কিছু হয় নি।
কিন্তু প্রতিদিন "এতটুকু সময়" লিমিট রাখলে আমি বুঝতে পারবো কখন পরের পৃষ্ঠায় যেতে হবে। কখন হলো। কখন "আরো একদিন এই পৃষ্ঠা পড়ি"।
ধীরে এগুতে থাকলে দেখা যায় কয়েক বছর শেষে আল্লাহর রহমতে অনেক হয়েছে। তাড়াহুড়া নেই।