Post# 1590888698

31-May-2020 7:31 am


সৌদিতে মসজিদ খুলে দেয়া হয়েছে।

আমাদের দেশে এখ‌ন মাদ্রাসা খুলার জন্য দাবি জানাচ্ছে ঐ সব আলেম যারা প্রত্যেকেই কিছু দিন আগে মসজিদ বন্ধের দাবি জানিয়ে ফেসবুক গরম করে ফেলেছিলো।

কভিড কোনো দেশে কমে নি। বরং যখন মসজিদ বন্ধ করা হয়েছিলো তখন থেকে এখন হাজার গুন বেশি।

কি বদলিয়েছে? প্রত্যেকেই ভিন্ন ভিন্ন কিছু যুক্তি আনবে। যদিও বন্ধ করার সময় সবাই কোরআন হাদিস থেকে রেফারেন্স দিচ্ছিলো একের পর এক। "বন্ধ না করলে হারাম, পাপ, গুনাহ, আল্লাহর হুকুমের উল্টো চলা হবে, দ্বিনের বিকৃতি, যে মসজিদে যায় সে খুনি"।

দেখতে থাকি। কারো কথায় প্রভাবিত হবার কারন নেই। বিশেষ করে যারা যত জোর গলায় তাদের মতবাদ প্রচার করে তাদের কথা তত বেশি ভুল। গলার জোরের সাথে কথার ভুল হওয়াটা প্রোপোরশোনাল। এটা সব সময় দেখে আসছি।

মনে রাখি,
আমার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। গোষ্ঠি-দর্শন-শিক্ষা পন্থি মুসলিমদের কাছে না।

নিজে হক খুজে নেই, এর পর তার উপর চলি। দ্বিনদ্বার মুসলিমরাই সবচেয়ে বেশি অন্য মুসলিমদের পথভ্রষ্ট করে "দাওয়াহ" এর নামে।

এগুলো কোনোটাই আল্লাহর কথা না। তার মন মতো কথা, কিন্তু আল্লাহর নাম ভাঙ্গিয়ে চালাচ্ছে।

আল্লাহ তায়ালা আমাদের হিফাজত করুন।

31-May-2020 7:31 am

Published
31-May-2020