#হিফজ_টিপস
আমি চার পৃষ্ঠা করে মুখস্ত করি। চার পৃষ্ঠা হয়ে গেলে সেটা নামাজে। নামাজে বলতে রাতে নামাজে।
দিনে মুখস্ত। রাতে আগে যা শেখা হয়েছে সেগুলো নামাজে। তবে মনে থাকবে ইনশাল্লাহ।
নামাজেও একটা লিমিট রাখি, যেমন ১৬ পৃষ্ঠা। যতটুকু প্রতি রাতে পড়া যায় কষ্ট ছাড়া।
দিনের শেখারও এরকম একটা লিমিট আছে। লিমিটটা সময়ের, আয়াতের না। যেমন ৪০ মিনিট শিখবো কেবল। এরকম। কোনো দিন কমালে ২০ মিনিট। অন্য দিন বাড়ালে হয়তো সর্বোচ্চ ৮০ মিনিট। তার বেশি না।
আল্লাহ তায়ালা সহজ করুন।
- Comments:
- লিমিটটা সময়ের। প্রতিদিন রিভিশন-মুখস্ত মিলে ৪০ মিনিট। এর মাঝে যতটুকু হয়।
- https://www.facebook.com/habib.dhaka/posts/10154795672493176