"হিফজ শেখার জন্য অনলাইনে উস্তাদ ধরার দরকার আছে কিনা?"
দরকার নেই। নিজে নিজে মুখস্ত করবো। নিজে নিজে আউড়াবো। নিজে নিজে চেক করবো। নিজে নিজে ঠিক করবো এর পর কোনটা মুখস্ত করবো।
অনেকটুকু হয়ে গেলে যেমন ১ পারা, এর পর একজন উস্তাদের কাছে শুনিয়ে ঠিক করে নেবো কোন কোন জায়গায় ভুল আছে।
নিজেকে চাপে রাখার জন্য উস্তাদ দরকার আছে। কিন্তু আমি একজনকে অনলাইনে মাসে মাসে দুই হাজার করে টাকা দেবো যেন সে আমাকে প্রতিদিন ১০ মিনিটের জন্য অনলাইন থেকে চাপে রাখে -- এটা আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়।
বাচ্চা হলে তাদের জন্য দরকার আছে। এরা স্ব ইচ্ছায় যেহেতু পড়বে না। গাইড দরকার।