#হিফজ_টিপস
কোরআন শরিফ মুখস্তের উপর আরো কিছু টিপস :
লম্বা এবং একটু কঠিন আয়াতগুলোকে বক্তব্যের উপর ভিত্তি করে ছোট ছোট পার্টে ভাগ করে ফেলি। দু-চারটা শব্দ প্রতি ভাগে। যদিও এর মাঝে কোনো ওয়াকফ নেই। এর পর মুখস্ত সহজ হয়ে যায়।
এজন্য পেন্সিল দিয়ে আগে কোরআন শরিফে দাগিয়ে আয়াতটাকে ছোট ছোট ভাগে ভাগ করে দিতাম। বুঝার সুবিধার জন্য। এখন করি না কারন এখন মোবাইল থেকে পড়ি। মুসহাফ থেকে না।
যেমন সুরা মুমতাহিনার প্রথম আয়াত। লম্বা, একটু কঠিন, এবং পুরো আয়াতে তেমন কোনো ওয়াকফ নেই।
মক্কার তিলওয়াত শুনলাম, দেখলাম কোথাও ওয়াকফ করছে না, এক টানে পড়ছে। নিঃশ্বাস নেবার জন্য থামলে ঐ শব্দটা আবার পড়ে সামনে এগুচ্ছে।
কিন্তু এর পরও আয়াতটাকে এইভাবে ভাগ করে ফেলি। আল্লাহর রহমতে সহজ হয়ে যায়।
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا
لَا تَتَّخِذُوا عَدُوِّي وَعَدُوَّكُمْ أَوْلِيَاء
تُلْقُونَ إِلَيْهِم بِالْمَوَدَّةِ
وَقَدْ كَفَرُوا بِمَا جَاءكُم مِّنَ الْحَقِّ
يُخْرِجُونَ الرَّسُولَ وَإِيَّاكُمْ
أَن تُؤْمِنُوا بِاللَّهِ رَبِّكُمْ
إِن كُنتُمْ خَرَجْتُمْ جِهَادًا فِي سَبِيلِي
وَابْتِغَاء مَرْضَاتِي
تُسِرُّونَ إِلَيْهِم بِالْمَوَدَّةِ
وَأَنَا أَعْلَمُ بِمَا أَخْفَيْتُمْ وَمَا أَعْلَنتُمْ
وَمَن يَفْعَلْهُ مِنكُمْ فَقَدْ ضَلَّ سَوَاء السَّبِيلِ