মহামারিতে থেকে শহিদের সোয়াব পেতে হলে আল্লাহ আমার তকদিরে যা লিখে রেখেছে তার বাইরে কিছু হবে না -- এই বিশ্বাস থাকতে হবে।
মনে করি কোভিড আক্রান্ত,
হটাৎ বুকটা চিন করে উঠছে? এখনই হার্ট এটাক?
নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আজকে মারা যাবো?
কোনোটাতেই চিন্তার কিছু নেই।
কারন কি অবস্থায় পড়ে, কত কষ্ট বা কত আরামে, কি কারনে কয়টায় আমার মওত হবে সেটা আল্লাহ তায়ালা আমার জন্মের আগে লিখে রেখেছেন।
ঐটাই হবে, এর আগে কিছু হবে না। ঐ লিখিত সময়টা এখন হলে এর পরে আর কিছু হবে না। এখনই।
এটা একিন। কিন্তু আমি বড় বড় কথা বললেও সময়টা চলে এলে আমি উল্টো বা সোজা কোন দিকে দৌড়ে মওত থেকে পালাতে চেষ্টা করবো আল্লাহ জানেন। সব বোধ বুদ্ধি যুক্তি ভালোবাসা আশা ইচ্ছা প্লেন "ঐ সময়ে এই করবো" "ওই করবো না" সব লোপ পায়।
এজন্য আল্লাহ তায়ালা মু'মিনদের মৃত্যুর সময় ফিরিস্তা পাঠিয়ে দেন। যারা সুন্দর পোশাকে তার বাসায় আসে তাকে সুসংবাদ দেয়, স্বান্তনা দেয়, তার জান্নাতের দৃশ্য দেখায় -- সে আকুল হয়ে থাকে যাবার জন্য।
কিন্তু এটা মু'মিনদের জন্য। কে মু'মিন আমার জানা নেই।
তাই কি হবে কিছু জানা নেই। আমাদের কারো জন্য আগে থেকে কোনো ওয়াদা নেই যে রকম সাহাবা কিরামদের জন্য ছিলো।
কিন্তু উনার কাছ থেকে আসছি উনার দিকেই ফিরতে হবে। উনি যেন সহজ করেন।
- Comments:
- corrected.