Post# 1590739404

29-May-2020 2:03 pm


মাসলা মাসায়েলের ব্যপারে আমি হানাফি-দেওবন্দি মত অনুসরন করি।

সোর্স হলো :

  • বেহেস্তি জেওর।
  • ফতোয়ায়ে আলমগিরি।
  • হিদায়া।
  • ১৯৮০ সালের পরে লিখা আরো বহু ফতোয়ার কিতাবের কালেকশন। যেমন ফতোয়ায়ে রহমানিয়া। মাসিক মদিনার প্রশ্নোত্তর বিভাগ। তাকি উথমানি সাহেবের ফতোয়া।
  • এবং এখন দেওবন্দ, হাটহাজারি, তাকি উথমানি সাহেবের ফতোয়া চলতি বিষয়গুলোর উপর।

    এগুলোতে নিজেদের মাঝে দ্বিমত তেমন নেই। কোনো একটা ফতোয়া গ্রহনীয় হয়ে গেলে তার উপর দ্বিতীয় মত পরে আর কেউ আনে না। সেটাই চলতে থাকে। ৪০ বছর আগে যে বিষয়ে যে ফতোয়া বেহেস্তি জেওরে পড়েছিলাম এখনো সেই বিষয়ে সেই একই ফতোয়া নতুন কোনো আলেমকে জিজ্ঞাসা করলেও।

    আর তাদের মাঝে কেউ দ্বিমত করলে কারো বিচ্ছিন্ন মত অনুসরন করি না। অধিকাংশের মত অনুসরন করি।

    যেমন,

  • সরকারি চাকরি কি জায়েজ?
  • ট্যাক্স ফাকি দেয়া কি হারাম?
  • চোরাচালানের টাকা কি হারাম কামাই?
  • সরকারি প্রভিডেন্ট ফান্ডের টাকা কি সুদ?
  • গনতন্ত্র কি কুফর?
  • ইবনে আরাবি কি কাফের?
  • মনসুর হাল্লাজ কি ওলি?
  • আব্দুল ওহাব কি বাতেল?
  • আল্লাহ কোথায়?

    এই রকম সব বিষয়ে। তাই এগুলো নিয়ে আমার মাঝে দ্বন্ধ নেই। প্রশ্ন নেই। হক তালাশের ইচ্ছে নেই।

    সমস্যা হলো অন্যরা যারা এসে বলে "দেওবন্দি আলেমরা ভুল কারন কোরআন বা হাদিসে আছে <এই>"। এখানে সমস্যা এই না যে "ভুল হতে পারে", এটা নিয়ে আমার মাঝে সন্দেহ নেই। সমস্যা হলো সে যে এটা "ভুল" "ভুল" করে আমাকে বিরক্ত করছে এই ব্যপারটা।

    নেটে যত তর্ক দেখবেন সেখানে দেওবন্দিরা নিজেদের মাঝে তর্ক করছে এমন বেশি দেখবেন না। সব দেখবেন ক্রস মাজহাব, যেমন দেওবন্দি বনাম সালাফি। দেওবন্দি বনাম জিহাদি। এরকম। এখানে দেওবন্দি অবস্থান গ্রহন করলে আর তর্ক থাকে না।

    জাজাকাল্লাহ।

    29-May-2020 2:03 pm

  • Published
    29-May-2020