লকডাউন ভার্শন ৯ :
নতুন প্রজ্ঞাপন। যা বুঝলাম লকডাউন থাকছে। কেবল অফিস খুলবে লকডাউনের মাঝে। এক্সট্রা নতুন লকডাউন হলো এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া যাবে না। এটা আগে অলিখিত ছিলো এখন লিখিত।
আমাদের এটা লকডাউন ভার্শন ৯ মানে ৯ম দফার লকডাউন। ভারতে এখন চলছে ভার্শন ৪।
গাড়ি বাস ৩১ তারিখের পরে সত্যি সত্যি কতটুকু চলে দেখতে থাকি। মেজিষ্ট্রেট বাসে উঠে যদি কিছু পছন্দ না করে তবেই টাকা খাইতে... মানে জরিমানা আদায় করতে পারবে। বাসওয়ালারাও এটা জানে। এই টাকা দেবার পরে তাদের প্রফিট না হলে বাস চালাবে না।
http://mzamin.com/article.php?mzamin=228435