শাওয়ালের ৬ রোজা, নাকি আগে কাজা রোজা?
১
আগের ফতোয়া : হানাফি-দেওবন্দি আলেমরা সব সময় বলতেন আগে কাজা। এর পর ৬ রোজা।
পরবর্তিতে এখন নতুন জেনারেশনের কেউ কেউকে এর উল্টো বলতে শুনেছি। কিন্তু আমি পুরানোটা নিয়ে থাকি। এংকরিং বায়াস।
২
৬ রোজায় সারা বছরের রোজা রাখার সোয়াব হাদিসে বলা হয়েছে একারনে যে রমজানের ৩০ + শাওয়ালের ৬ = ৩৬ রোজায় দশ গুন সোয়াবে ৩৬০ দিন রোজার সোয়াব পাবে। এভাবে সারা বছর। রমজানের ৩০ রোজা যদি পূর্ন না হয় তবে এটা হচ্ছে না।
৩
"কিন্তু শাওয়াল চলে গেলে তো এই রোজাগুলো আর রাখা যাবে না। আথচ কাজা সারা বছর রাখা যাবে।"
মালেকি মাজহাবে এই হাদিসটা ব্যখ্যা করে এভাবে যে "শাওয়াল থেকে আরম্ভ করে যে কোনো সময়, এমন কি শাওয়ালের পরে হলেও..."। আমি বরং কাজা রোজা আগে রেখে এর পর ৬ রোজা রাখবো, শাওয়াল পার হয়ে গেলেও। এর পরও সোয়াবের আশা করবো ইনশাল্লাহ।
- Comments:
- রেলিভেন্ট :
https://www.facebook.com/habib.dhaka/posts/10156122202233176