Post# 1590547940

27-May-2020 8:52 am



পাগড়ি পড়ে যদি কেউ সিনেমা হলে যায়? পাগড়ির অসম্মান। এর থেকে পাগড়ি না পড়ে গেলে তার গুনাহ কম হতো।

এখন এই "নেক কাজ কম করা ভালো যদি তুমি গুনাহ করো" কে কতদূর টানা যায়? কেউ নামাজ পড়ে আবার সিনেমা দেখে, তবে?

সবাই তার ক্ষেত্রে বলবে : নামাজ এর পরও ছাড়বে না, যদিও সিনেমা দেখে।


সমস্যাটা পাগড়ির। পাগড়ির প্রশংসা আমি ইসলামিষ্টদের কাছে যত শুনেছি তার থেকে বেশি শুনেছি নিন্দা তাদের কাছেই। কথা, "দেখবেন তাদের বিশাল পাগড়ি মাথায়, কিন্তু তাদের ____ ঠিক না" "মাথায় পাগড়ি বাইন্ধা যদি ___ করে, হইবো?" "বিশাল হাজ্জি গাজি, মাথায় পাগড়ি, কিন্তু হের ____ ঠিক নাই"

পাগড়ির উপর ক্ষোভ সবার আছে। বুঝলাম পড়া উচিৎ না। সামাজিক দাবি।


মাস্ক ছাড়া সামনের অনেক বছর রাস্তায় চলা যাবে না। রাস্তায় মিলিটারি ধরছে, শাস্তি দিচ্ছে, এগুলো বাড়বে, চলতেই থাকবে।

"গামছা পলাশ" নামে একজন গায়ক আছে রিসেন্ট প্রজন্মের। তার মতো চিন্তা করছি মাথায় গামছা বেধে রাখবো। পুলিশ ধরলে ঐ গামছা খুলে মুখে বাধবো। "এটা আমার মাস্ক"।


প্রশ্ন : "মাথায় বাধলে, গামছা কেন? পাগড়ি বাধলেই তো পারেন!"
এতক্ষন যা বললাম।

    Comments:
  • Arabnews' report quoted here. Link in status.

27-May-2020 8:52 am

Published
27-May-2020