#হিফজ_টিপস
তেমন কোনো ইশু নেই পোষ্ট করার মতো। তাই কোরআন শরিফ মুখস্ত করার উপর টিপস দিয়ে যাচ্ছি :
প্রথমে মুখস্ত করে ফেলুন ৩০ তম পারা। প্রথম দিকে সুরা বাইয়িনাহ একটু কঠিন লাগতে পারে, শেষে এসে সুরা নাজিয়া। চিন্তা করার কিছু নেই। লেগে থাকেন।
এর পর ২৯ পারা। এর মাঝে সুরা মুলক একটু কঠিন এর পর হয়তো সুরা জ্বীন। বাকিগুলো সহজ। এই দুই পারা হয়ে গেলে নামাজের জন্য যথেষ্ট ইনশাল্লাহ।
এর পর আমি বলবো প্রথম থেকে এসে সুরা বাকারা মুখস্ত করে ফেলতে। কোরআনের হুকুম সংক্রান্ত আয়াত যা আছে বেশির ভাগই এসেছে সুরা বাকারাতে। এবং যে কোনো আর্টিক্যলে যত আয়াত দিয়ে রেফারেন্স দেয়া হচ্ছে, অর্ধেক দেখবেন সুরা বাকারা থেকে।
সুরা বাকারা মুখস্ত করতে হলে আপনাকে অর্থ বুঝে মুখস্ত করতে হবে। ব্লাইন্ডলি ছন্দ দিয়ে পারবেন না। যদিও ছন্দ দিয়ে ৩০ পারা পারবেন।
আর মাঝখান থেকে সুরা মুখস্ত করার থেকে, যেমন সুরা ইয়াসিন মুখস্ত করলেন বা আর রহমান আমি বলবো বরং সবসময় শেষের থেকে মুখস্ত করে আগাতে থাকুন বা প্রথম থেকে মুখস্ত করে।
তবে নামাজে এক দিক থেকে টেনে পড়ে যেতে পারবেন। মাঝখান মাঝখান থেকে সুরা মুখস্ত করলে রিভিউ বা নামাজে পড়া হয় না। তাই ভুলে যাবার আশংকা থাকে। এক দিক থেকে পড়লে সব সময় চর্চা থাকে।
আল্লাহ তায়ালা আমাদের জন্য সহজ করুন।