Post# 1590425783

25-May-2020 10:56 pm


#হিফজ_টিপস

ফা : অতঃপর
ওয়া : এবং
যেমন, فدخل ,ودخل

কোথায় ফা হবে কোথায় ওয়া হবে এটা নিয়ে সবাই কিছু কনফিউশনে ভুগে।

এর প্রকৃত অর্থ এবং ব্যখ্যা নেটে খুজলে অনেক পাবেন। সেগুলো রিপিট করলাম না। নিচেরটা প্রকৃত ব্যখ্যা না। মনে রাখার জন্য শর্ট কাট।

সহজে মনে রাখার জন্য :

ওয়া‌ : ঠিক যেন পর মুহুর্তে ঘটেছে।
ফা : একটু দেরি করে ঘটেছে।

আরেকটা আছে "থুম্মা" : মনে রাখি এভাবে যেন বেশ দেরি করে হয়েছে।

এগুলো দরকার হয় কথাগুলো ভিজুয়েলাইজ করার জন্য। গল্পের মতো। প্রথম দিকে কাজে লাগে মনে রাখতে। কিছু প্রেকটিশ হয়ে গেলে আপনা আপনি আয়াত মুখে চলে আসবে ইনশাল্লাহ। এভাবে মনে রাখতে হবে না।

ফা ওয়া থুম্মার উপর ১ মিনিটের সংক্ষিপ্ত লেকচার, আরবিতে।

https://www.youtube.com/watch?v=J1lnbHOZljs

আর এই সমস্যাটা সবারই হয়। যেমন একটা গল্প পড়ছিলাম এক সাহাবিকে একজন বললেন : আপনি রাসুলুল্লাহ ﷺ থেকে হুবহু যেভাবে যে শব্দ দিয়ে হাদিস শুনেছেন সেরকম একটা হাদিস কেবল বলবেন। হুবহু সে শব্দ দিয়ে।

উনি জবাব দিলেন : দেখো আমরা কোরআন শরিফের ফা আর ওয়া নিয়ে স্ট্রাগল করি, আর তোমরা চাচ্ছো হুবহু শব্দ দিয়ে হাদিস শুনতে। বরং আমরা যেভাবে বলি সেভাবেই মেনে নাও।

বুঝলাম স্ট্রাগলটা আমার একার না।

25-May-2020 10:56 pm

Published
25-May-2020