Post# 1590331909

24-May-2020 8:51 pm


ঈদের প্রথম জামাত হওয়া উচিৎ সকাল ৬ টায়।

এটা ঠেলতে ঠেলতে করা হয় ৮ টায়। সাড়ে ৮ টায়।

ফজরের পরে এশরাকের সময়ে ঈদের নামাজ। এশরাকের ওয়াক্ত হয় সাড়ে ৫ টায়। রোজার ঈদের নামাজ একটু দেরিতে হবে? ঠিক আছে তবে ৬ টায়।

এখন গ্রামে ১০ টায়ও খালি ঈদগাহে কিছু পোলাপান নিয়ে মাইকে ডাকতে থাকে "সবাই চলে আসেন, এখনই নামাজ আরম্ভ হবে"। এর পরও কেউ আসে না, কারন কখন নামাজ আরম্ভ হবে ঠিক নেই। নামাজও আরম্ভ করে না কারন কেউ আসে না তাই।

24-May-2020 8:51 pm

Published
24-May-2020