১ম খবর : "বিশ্বে যেহেতু চারিদিক করোনা লকডাউন শিথিল করা হচ্ছে তাই ঈদের পরে স্বিদ্ধান্ত হবে দেশের লকডাউন আর বাড়ানো হবে কিনা।"
২য় খবর : "দেশে ২৪ ঘন্টায় ২৮ জন মৃত। রেকর্ড।"
নিউজ ফিড মৃতের খবরে ভরা। ফেনির এক হাজারি। এক উচু পুলিশ। সিলেটের বড় ব্যবসায়ি। বিদেশ ফিরত উচ্চশিক্ষিত। কি নেই? আর সংগে আছে ব্যক্তিগত পরিচিতদের খবর এ, ও, সে সব আক্রান্ত।
কি বুঝলাম?
পরিস্থিতি আল্লাহ তায়ালা ঠিক ততটুকু খারাপ করে বাড়াচ্ছেন সপ্তাহে সপ্তাহে যতটুকু করলে মানুষ লকডাউন থেকে বেরুনোর সাহস করবে না।
কি ইচ্ছা উনি জানেন। তবে যা ইচ্ছা কোনোটাই মন্দ না।