Post# 1590303749

24-May-2020 1:02 pm


ঈদের নামাজ :


সালাফি : ফরজ।
হানাফি : ওয়াজিব।

সালাফি আলেমরা বললেন ঘরে ঈদের নামাজ পড়তে।

আযহারি সাহেব বললেন একই কথা।

কওমি আলেমরা সালাফি আলেমদের কথায় না ক্ষেপলেও আযহারি সাহেবের কথায় ক্ষেপলেন।

এর পর ভারতের দেওবন্দ মাদ্রাসা ফতোয়া দিলো ঘরে ঈদের নামাজ পড়তে।

এর পর সব ঠান্ডা।

আমি মনে করেছিলাম ঘরে ঈদের নামাজ পড়া নিয়ে একটা ট্রল পোষ্ট দেবো। আলহামদুলিল্লাহ যে দেই নি। দিলে এখন নিজের কথা গিলে খেতে হতো।


নতুন সময়। নতুন ফতোয়া। আগে যে ফতোয়া ছিলো অচিন্তনীয়। কিন্তু এই পরিবর্তনগুলোকে মেনে নিতে হয়। না মানলে পিছিয়ে পড়তে হয়।

যেমন বৃটিশ দখলে ভারতে জুম্মা হবে কিনা। যেমন এক্সিসটিং ফতোয়া বলে হবে না। একটা গ্রুপ দাড়িয়ে গিয়েছে হবে না ঘোষনা দিয়ে, "ফারায়েজি আন্দোলন"। কিন্তু কওমি আলেমরা ফিকাহতে "দারুল আমান" নামে নতুন পরিবর্তন আনলেন জায়েজ করতে।

এখন এটাই ঠিক। বাকি সব ছিলো ভুল।


নতুন সময়। নতুন পরিবর্তন। কি ঠিক কি ভুল সেটা সময়ের সাথে বুঝা যাবে। কিন্তু আমল করতে হবে আমাদের এখনই। সময়ে পিছিয়ে আসা যাবে না আমল ঠিক করতে।

দরকার কান্ডারি। পথ প্রদর্শক। কে ঠিক কে ভুল সব যখন অস্পষ্ট। কুয়াশায় পথ হাটা। কুয়াশা এক সময় কেটে যাবে, এর পর সেই পরিষ্কার দিনে যেন নিজেকে সঠিক পথের উপর আবিষ্কার করি।

24-May-2020 1:02 pm

Published
24-May-2020