নজরুলের কিছু কথা নতুন করে ভাবায় :
"হে নামাজী! আমার ঘরে নামাজ পড় আজ।"
নজরুল করোনায় ঘরে নামাজ পড়ার পক্ষে।
"ছেড়ে মসজিদ আমার মুরশিদ এলো যে এই পথ দিয়ে"
মুরশিদ, মানে পীরও এখন আর মসজিদে নামাজ পড়ে না। টেইক নোট।
"মসজিদে তুই রাখলি সিজদা, ছাড়ি ঈমানের মূল।
নামাজী নামাজ হলো তোর ভুল।"
আকিদা শুদ্ধ না করে নামাজ পড়লে যে নামাজ হবে না সেটা বলা হচ্ছে।