রমজানের শেষ রাত আজকে। বা সৌদিদের জন্য গতরাত ছিলো।
সারা রমজানে যতজনকে আল্লাহ তায়ালা ক্ষমা করেন, ঠিক তত জনকে আল্লাহ তায়ালা ক্ষমা করেন রমজানের শেষ রাতে।
ক্ষমা পাবার এটা শেষ সুযোগ। রাতে এক্সট্রা কোনো নামাজ না পড়লেও ক্ষতি নেই। কেবল নিজের অন্তরকে পরিষ্কার রাখি অন্য মুসলিমদের প্রতি ঘৃনা, হেয়, খারাপ ধারনা, শত্রুতা, ক্ষতির ইচ্ছা এগুলো থেকে।
নম্র স্বভাবের মানুষের উপর আল্লাহর করুনা থাকে।
আমার অন্তরের অন্ধকারের জন্য আমি যেন আল্লাহর করুনা বঞ্চিত না হই।