"এখন কমেন্টের সব প্রশ্নের জবাবে বলছি 'জানি না'। এটাতে বিপদের সম্ভাবনা নেই নিশ্চই?"
আছে। যতক্ষন না কেউ প্রশ্ন করে "আল্লাহ কোথায়?" যদি এখানেও জবাব দেই 'জানি না' তবে আমি আথারি-সালাফি মতে কাফের।
কারন Rule#2 "যে বললো আমি জানি না আল্লাহ আসমানে নাকি দুনিয়ায় সেও কাফের"। এখানে জানি না বলা যাবে না। স্পষ্ট করে বলতে হবে সে যেটা শুনতে চায় সেটা।
বিপদ। ব্যসিক্যলি ব্লক করা ছাড়া এখন ঈমান বাচানোর আর কোনো উপায় দেখছি না।
হয় প্রিএম্পটিভ ব্লক করতে হবে, সে প্রশ্ন করার আগে।
নয়তো কুফরি ফতোয়া খেতে হবে।
আর কোনো সমাধান দেখছি না।
Life.