#হিফজ_টিপস
"আমি কি কোরআন শরিফ পড়বো নাকি পড়া শুদ্ধ করবো?"
কমন প্রশ্ন। পড়তে পড়তে সারা জীবনই শুদ্ধ করে যেতে হবে।
"আগে কি পড়া শুদ্ধ করবো নাকি মুখস্ত করবো?"
আপনার পড়া শুদ্ধ না, এর পরও শেষ ১০ টা সুরা আপনার মুখস্ত। অর্থাৎ শুদ্ধ করার আগেই ১০ টা সুরা আপনি মুখস্ত করে ফেলেছেন। অন্ধও হাফেজ হয়। সে পড়তে পারে না।
"মুখস্ত করার দিকে আপনি এত জোর দিচ্ছেন কেন?"
জোর দিচ্ছি না। আপনি যেটা ভালো মনে করেন অনুসরন করেন।
"আমি যদি ভুল মুখস্ত করি তবে সারা জীবন সেই ভুলই পড়বো"
আর সারা জীবন না পড়লে সারা জীবন কিছুই পড়া হবে না। অধিকাংশ মানুষের এই অবস্থা হয়। কিন্তু ভুল-শুদ্ধ যেটাই হোক পড়তে পড়তে মানুষের শুদ্ধ হয়।
প্রথমেই পারফেকশনের দিকে নজর দিবেন না, কোয়ান্টিটির দিকে নজর দিবেন। তবে শেষে গিয়ে পারফেকশন আর কোয়ান্টিটি দুটোই পাবেন ইনশাল্লাহ।