Post# 1590014252

21-May-2020 4:37 am


শবে কদর :

আরব দেশগুলো কংক্লুশন তাদের গত ২৭ শা ছিলো শবে কদর। মানে তাদের গত রাত যেহেতু আমাদের ১ দিন আগে।

এবং এই সাথে টু নোট -- তাদের কংক্লুশন গত বছর তাদের ছিলো ২৯ তারিখ রাতে। mark that.


আজকে মসজিদে ২৭শে রাতের জন্য রেকর্ড কম মানুষ। ফজরে ৪০ জনও হবে না। অথচ অন্যান্য বছর হতো দেড় হাজার মানুষ।

প্রথমতঃ খতম তারাবি নেই তাই আজকে খতম নেই, এর উপর বৃষ্টি ঝড়, এর উপর করোনা। বেসিক্যলি মানুষ এখন কেমন যেন মসজিদ বিমুখ হয়ে গিয়েছে।


২৭শার পরে রমজানের শেষে আমরা পৌছে গেলাম। ফিতরা দিয়ে দেবার সময় কারন ঈদের দিন সকালে কাউকে পাওয়া যাবে না। আর রমজানের শেষের দিকে রাসুলুল্লাহ ﷺ এই দোয়াটা পড়তেন

আল্লাহু আকবার, আল্লাহু আকবার
লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার, আল্লাহু আকবার
ওয়া লিল্লাহিল হামদ।

দোয়াটা পড়ার হুকুম কোরআন শরিফে আছে।

ওয়া লি তুকমিলুল ইদ্দাতা -> শেষের দিকে।
ওয়া লি তুকাব্বিরুল্লাহ -> আল্লাহু আকবার।
আলা মা হাদাকুম -> লা ইলাহা ইল্লাল্লাহ।
ওয়ালাআল্লাকুম তাশকুরুন -> ওয়া লিল্লাহিল হামদ।

সুরা বাকারার আয়াত যেটায় রোজা ফরজ করা হয়েছে।

তাই বেশি বেশি করে পড়ি।
জাজাকাল্লাহ।

21-May-2020 4:37 am

Published
21-May-2020