আত্ম সমালোচনা : "অনেক সরল সাধারন সহজ মুসলিম। আমার মতো কুটিল অম্তরের না। সত্যি সে জানতে চায়। তাকে ব্লক করে দিতে খারাপ লাগে না?"
খারাপ লাগে। কিন্তু এই সিমপেথি বা নম্রতাটাকে যদি আমি পাত্তা দেই তবে এই নম্র ছেলেটাকেই অল্প কিছু দিন পরে দেখবো আমার ঘোর শত্রুর রোলে। আমার বিরুদ্ধে পোষ্ট দিচ্ছে। আক্রমন করছে। বলছে "একসময় আমিও তার ভালো কথা শুনে ফাদে পড়ে গিয়েছিলাম ..."
তাই এই নম্র স্বভাবের আন্তরিক খোদা ভিরু ছেলেকেও ব্লক করে দিতে হয়।
আমি দুঃখিত।
Self reminder : কারো নম্রতা সরলতা যেন আমাকে প্রতারিত না করে।