"আপনার কাছে"
১
কাছে এসে হাটু গেড়ে
শুধু বসে থাকতে চাই।
আর কিছু না।
শুধু কাছে এসে বসে থাকা।
প্রচন্ড একটা টান।
প্রচন্ড ভালোবাসা।
২
আপনার থেকে রওনা।
বহু মরূ পথ হাটা
আবার আপনার কাছে ফিরা।
কি করেছি কি করিনি কিছু মনে নেই।
কাছে আসার আনন্দে।
৩
কোনো দাবি নেই, কোনো আশা নেই।
এই ভালোবাসা একতরফা।