Post# 1589737254

17-May-2020 11:40 pm


"আপনার কাছে"


কাছে এসে হাটু গেড়ে
শুধু বসে থাকতে চাই।
আর কিছু না।
শুধু কাছে এসে বসে থাকা।
প্রচন্ড একটা টান।
প্রচন্ড ভালোবাসা।


আপনার থেকে রওনা।
বহু মরূ পথ হাটা
আবার আপনার কাছে ফিরা।
কি করেছি কি করিনি কিছু মনে নেই।
কাছে আসার আনন্দে।


কোনো দাবি নেই, কোনো আশা নেই।
এই ভালোবাসা একতরফা।

17-May-2020 11:40 pm

Published
17-May-2020