Post# 1589706295

17-May-2020 3:04 pm


"সে কোন বাটিতে কও দিয়াছিলা এমন চুমুক
নীল হয়া গ্যাছে ঠোঁট, হাত পাও শরীল অবশ,
অথচ চাও না তুমি এই ব্যাধি কখনো সারুক।
আমার জানতে সাধ, ছিল কোন পাতার সে রস?"

জনপ্রীয় কবিতা ছিলো আমাদের সময়। এখানে বস্তুতঃ কোভিডের লক্ষনগুলো বলা হচ্ছে।

"নীল হয়া গ্যাছে ঠোঁট" : এটা অক্সিজেনের ঘাটতির প্রধান লক্ষন। ঠোট নীল হয়ে যাবে। এবং ডাক্তাররা এটা দেখে দ্রুত বুঝে তাকে অক্সিজেন দিতে হবে।

"হাত পা শরির অবশ" : প্রচন্ড অবসাদ আর ক্লান্তি হলো কভিডের সবচেয়ে কমন লক্ষন। জ্বর কাশি হাপানি এগুলো না আসলেও প্রচন্ড ক্লান্তি লাগতে থাকবে।

"আমার জানতে সাধ, ছিল কোন পাতার সে রস?"
উত্তর হবে : লেবু পাতার চা।

17-May-2020 3:04 pm

Published
17-May-2020