জাকাত দেয়ার নিরাপদ পদ্ধতি :
নিজের সবচেয়ে কাছের আত্মিয় যার সংসারের ঋন আছে [ যেমন ভাই-বোন ] তাদের কাউকে প্রতিবছর চুপ চাপ পুরো টাকাটা দিয়ে দেয়া। সে ফ্লাটে থাকতে পারে। কাউকে গ্রামে বা বস্তিতে থাকতে হবে এমন শর্ত নেই।
মানুষ জানলো না, দরজায় ভিড় করলো না, মরলো না।
মাদ্রাসায় দিতে চাইলে উস্তাদ যদি জাকাত প্রাপ্য হয় তবে ব্যক্তিগত ভাবে তাকে দান করি। মাদ্রাসার ফান্ডে না। "আমি আপনাকে দিলাম"। এর পর উনার টাকা থেকে উনি যদি মাদ্রাসার কাজে কিছু লাগান তবে উনার ব্যপার।
গরিব ছাত্রদের দিতে চাইলে ঐ ছাত্রের বাসায় একা গিয়ে দিয়ে আসি। মাদ্রাসায় বসে না, বা মাদ্রাসার কাউকে সংগে নিয়ে না।
এটা করলে মাদ্রাসাগুলোকে "হিল্লা" থেকে বাচাতে পারবেন।
সবচেয়ে অনিরাপদ দানের ক্ষেত্র :