পোষ্ট : "অবহেলিত হিজড়া জনগোষ্ঠীর মাঝে আজকে ঈদের উপহার দেওয়া হয়েছে নাসীহাহ এর পক্ষ থেকে। সর্বমোট ৫০ জন হিজড়ার মাঝে এই উপহার দেওয়া হয় ঢাকার মিরপুরে। ইনশাআল্লাহ আরো বেশ কিছু স্থানে দেওয়া হবে। তালিকা তৈরি চলছে।"
Deep.
দেশে হিজড়া যাদের বলা হয় তাদের ২% ও শারিরিক ভাবে হিজরা না। বরং এরা যাকে ইংরেজিতে বলে গে। এর উপর আগেও অনেক খবর বেরিয়েছিলো পত্রিকায়। তাদের মাঝের ইনসাইডারদের কথা নিয়ে।
গত বছর এর উপর একটা নাটকও প্রচার করেছিলো কোনো চ্যনেল থেকে। এক গে কি করে হিজড়া দলে জয়েন করে। প্রথম ২০ সেকেন্ড দেখলেই চলবে।
https://www.youtube.com/watch?v=MmzSbJK0FTk&t=20
যাই হোক আমার এতে কোনো আপত্তি নেই। তাদের ব্যপার। অন্যদের জানার জন্য বললাম। যেহেতু এখন এটা মুসলিমদের ইশু হয়ে আসছে।
তবে সাধারনতঃ <ড্যশ ড্যশ>পল্লিতে অনুদানের কোনো অভাব হয় না। বিদেশিরা সবাই সবার আগে তাদের সেখানে অনুদান পাঠায়। ছবি তোলে। তাদের খবর সংবাদপত্রে ছাপায়। জানাজাও পড়ে।
থিংক পজিটিভ। :-)
নোট টু সেলফ : আমাকে আরেকটু "আমেরিকান মুসলিম" হতে হবে। বেশি এন্টি আমেরিকান হয়ে যাচ্ছি। ROFL.