Post# 1589540300

15-May-2020 4:58 pm


"আত্মহত্যা কারি জাহান্নামি, জান্নাতে যাবে না" এমন কোনো কথা ইসলামে আছে কিনা?

এখন যেহেতু অনেকের আপনজন আত্মহত্যা করেছে তাই সবাই আত্মহত্যাকারিদের প্রতি সিমপেথেটিক। কেউ "আত্মহত্যাকারি জাহান্নামি" বললেই তারা ক্ষেপে উঠে "আপনারা গায়েব জানেন?"

তবে আমরা যে ছোটকাল থেকে যেটা শুনে আসছি সেটা ঠিক? নাকি আমরা ভুল শুনেছি।

নেটে ছোট সার্চ দিলাম জানতে। এবং প্রথমেই পেলাম। তারা "চিরকাল" জাহান্নামি। আবার কনফার্ম করার জন্য এখন আরবিটা দেখলাম। "আবাদান" চিরকালই। সংগে বলা আছে "জালিদান মুজাল্লাদান"। বুখারি শরিফের হাদিসের আরবিটা নিচে। আমার সংক্ষিপ্ত অনুবাদ এখানে।
""
যে পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে, তার স্থান জাহান্নামের আগুনে। ঐখানে সে লাফিয়ে পড়তে থাকবে চিরকাল।
যে বিষ খেয়ে আত্মহত্যা করবে, তার হাতে বিষ থাকবে, জাহান্নামের আগুনে চিরকাল সে বিষ খেতে থাকবে।
আর যে লোহা দিয়ে আত্মহত্যা করবে তার হাতে সেই লোহ থাকবে। সেটা দিয়ে জাহান্নামের আগুনে চিরকাল নিজের পেটে মারতে থাকবে।
""

মূল হাদিসের লিংক, ইংরেজি অনুবাদ সহ।
https://sunnah.com/bukhari/76/90

আরবি বর্ননাটুকু কেবল এখানে :

مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ، فَهْوَ فِي نَارِ جَهَنَّمَ، يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ تَحَسَّى سَمًّا فَقَتَلَ نَفْسَهُ، فَسَمُّهُ فِي يَدِهِ، يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ، فَحَدِيدَتُهُ فِي يَدِهِ، يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا

এখন মাজহাবের ইমামদের কথায় বিভিন্ন মাসলা বিভিন্ন হতে পারে। কিন্তু এক হাদিসের কথা এটাই। কেউ বললে তার ভুল ধরার উপায় নেই।

15-May-2020 4:58 pm

Published
15-May-2020